ইনস্টিটিউড ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-র মুখোমুখি প্রকল্পের সমীক্ষাপত্র অনুযায়ী পলিসি ব্রিফ ও জেলাপর্যায়ের নাগরিক ইস্যুতে করণীয় বিষয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথি মাননীয় ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, এমপি একথা বলেন। আজ ২১ জানুয়ারি ২০১৩ জাতীয় সংসদের পার্লামেন্টস মেম্বার্স ক্লাবের সভাকক্ষে বিশিষ্ট সাংবাদিক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ আলী খান খসরু, এমপি (নেত্রকোনা-২); আলহাজ দবিরুল ইসলাম, এমপি (ঠাকুরগাঁও-২); বিএম মোজাম্মেল হক, এমপি (শরিয়তপুর-১), শাহীন মনোয়ারা হক, এমপি; ও চেমন আরা বেগম, এমপি।

আরো উপস্থিত ছিলেন দি এশিয়া ফউিন্ডেশনের প্রদীপ প্রকল্পের চিফ অব পার্টি রাসেল পেপে, পরিচালক শীলা তাসনিম হক। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান।৪টি নির্বাচনী এলাকার (ঠাকুরগাঁও-১, শরীয়াতপুর-২, নেত্রকোনা-২, কিশোরগঞ্জ-৪) বিভিন্ন স্তর ও পেশার ব্যক্তি যেমন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, উন্নয়নকর্মী, সংস্কৃতিকর্মী, নারীনেত্রী, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়িক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে করা সমীক্ষা থেকে প্রণীত পলিসি ব্রিফ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক রোবায়েত ফেরদৌস। জনউদ্যোগ ও যুব ফোরাম সম্পর্কে ধারণা ও পলিসি ব্রিফ থেকে গৃহীত নাগরিক ইস্যুসমূহ উপস্থাপন করেন আইইডি’র প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়। তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা আলোচনা করেন নড়িয়া উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী। 

 

পলিসি ব্রিফে দারিদ্র্য হ্রাস, পরিবেশ ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়, সুশাসন নিশ্চিত করতে যুুব ও সুশীল সমাজের করণীয়, সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা, সরকারি সেবাদানকারী বিভিন্ন সংস্থা ও বিভাগের করণীয় বিষয়ে সার্বিক তথ্য উত্থাপন করা হয়। এসকল বিষয়গুলো আরো ভালোভাবে বাস্তবায়ন ও ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় সংশোধন করতে, জাতীয় সংসদে আলোচনা হওয়া জরুরি।প্রধান অতিধি তার বক্তব্যে বলেন, সমাজে সবসময় জনউদ্যোগ আছে। জনগণের প্রয়োজন জেনে জনপ্রতিনিধির কাজ করা প্রয়োজন। জনগণ ক্ষমতার উৎস আর জনগণের শক্তি দেখা যায় স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। তিনি বলেন, মানুষ ভালভাবে বাঁচতে চায়। জনগণ আমাদের শুধু আইন প্রণয়নের জন্য ভোট দেন না। সকলের উচিত ছোট বড় সকল ধরনের কাজ আন্তরিকতা দিয়ে পালন করা। সরকারের উচিত জনগণের সমস্যা তৃণমূলে গিয়ে দেখা। তিনি নদীভাঙ্গন রোধ, দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা,  নারী-শিশুর প্রতি সহিংসতা ইত্যাদি জনদাবি বিষয়ে সংসদে আলোচনা ও তা বাস্তবায়নে জনপ্রতিনিধির দায়িত্ব আলোচনা করেন। রাসেল পেপে বলেন,  প্রদীপ প্রকল্প এমপিদের দায়িত্ব ও কর্তব্য পালনকে সুষ্ঠু ও সুচারু করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে নাগরিক সংগঠনের মাধ্যমে নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ করতে অ্যাডভোকেসি ও লবিংয়ে সহায়তা করে। পরিচালক শীলা তাসনিম হক বলেন, সুশাসন ও গণতন্ত্র চর্চায় সক্রিয় নাগরিকদের ভূমিকা রয়েছে এবং নাগরিকদের জেলা পাবলিক পলিসি ফোরাম সংসদ সদস্যদের সাথে নীতি নির্ধারণে নাগরিকদের প্রয়োজনীয় দাবীগুলো সংসদে উস্থাপন করাতে ভূমিকা রাখতে পারে। এ কাজটি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার নাগিিরকদের পারস্পরিক আস্থা স্থাপন ও পরিকল্পনামাফিক কাজ বাস্তবায়নে সহায়তা করে। 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, পিএসটিসির ড. হালিমদাদ খান, প্রতিকৃতির আবদুল্লাহ জাফর, ছাত্র নেতা ও ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, অক্সফামের মৌসুমি বিশ্বাস, সেফ ওয়ার্ল্ড-এর বিভাস চক্রবর্তী, জিবিএসএস-এর মাসুদা ফারুক রতœা, নারী নেতা ড.লায়লা আরজুমান্দ বানু ও চৈতালি ত্রিপুরা, আইপিডির ড. মাহমুদুর রহমান, প্রত্যয়ের রোকেয়া জাহান রেবা, সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও শাহজাহান সাজু প্রমুখ।